১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

বিরলের ৩ টি ইউনিয়ন একইসাথে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

6 days ago
43


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুরের বিরলে গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম কর্তৃক আয়োজিত এবং বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় বাল্য বিবাহ নিরসনে আদর্শ ইউনিয়ন ঘোষনা-২০২৫ ও একইসাথে ৩ টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিরল উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা। ৫ নং বিরল ইউনিয়ের প্যানেল চেয়ারম্যানের ফারুক হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি বিরল থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, বিরল এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার নিরা ফ্লোরা দাস,  এনজিও প্রতিনিধি কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান, ৬ নং ভান্ডারা ইউনিয়নের মহিলা সদস্য পুর্ণিমা রানী রায়, মসজিদের ইমাম আলাল হুদা, নুরুল হুদা মাদ্রাসার সহকারী শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

বিরল উপজেলার ৪ নং শহরগ্রাম, ৫ নং বিরল ইউনিয়ন ও ৬ নং ভান্ডারা ইউনিয়ন পরিষদ বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়। উল্লেখ্য, এর আগে  ৮ নং ধর্মপুর ও ১০ নং রানীপুকুর ইউনিয়ন একইভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা  হয়েছিল।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth