বিরামপুরে ক্লাস্টার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় রিজিয়ান্ট আরবান এণ্ড টিউটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় বিরামপুর পৌরসভার ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা, ক্যাপিটেল ইনভেস্টমেন্ট প্লান এবং ক্লাইমেট রিলিজিয়েন্ট অ্যাকশন প্লান শীর্ষক এক কর্মশালা বিরামপুর পৌরসভা হলরুমে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ নূরুল আমিন তালুকদার।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পৌরসভা গুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলায় এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
বক্তরা আরো বলেন, প্রথম পর্যায়ে প্রকল্পটি প্রথম ৬ বছরে ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশন বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অর্ন্তভুক্ত করেছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন যার অর্ধেকেই নারী। কর্মশালায় আরো জানানো হয় প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতী উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, সুপামার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত জলবায়ু সহনশীল নগর পরিসেবা দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন বলেন, এ প্রকল্পের মাধ্যমে ফুলবাড়ী পৗরসভার আধুনিক ও জলবায়ূ সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে উঠবে।, পৌরসভার রাস্তা, ফুটপাত, সড়ক বাতি উন্নয়ন, ড্রেন নির্মান, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল, সুপার মার্কেট, কমিউনিটি সেন্টার, পৌর শিশু পার্ক, ছোট যমুনা নদীর উপর ব্রিজ, সড়কে ওভার ব্রিজ, বাইপাস সড়ক নির্মানসহ আধুনিক
নগর সেবা নিশ্চিতে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন ও অবকাঠামো নির্মানের প্রস্তাব উপস্থাপন করা হয়। এসময় মতামত ব্যক্ত করেন, নগর পরিকল্পনাকারী সাইফুর রহমান, পরিবেশ বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোঃ শিরণ আলম, পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, হুমায়ুন কবীর মিলন, জোবায়দুল হক জুয়েল স্থানীয় কলেজ ,স্কুল, মাদ্রাসার শিক্ষক ও গণ্যমাণ্য ব্যক্তিবগ সাংবাদিকগণ বক্তব্য প্রদান করেন।