১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

কিশোরগঞ্জে ৮৪ শিশুর পরিবারের সদস্যকে আয় বৃদ্ধিকরণে উপকরণ বিতরণ

6 days ago
87


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে ঝড়েপড়া, শিশুশ্রম রোধ ও বিদ্যালয়মুখী করার লক্ষ্যে ৮৪ শিশুর পরিবারের সদস্যকে  আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, কারিগরি সামগ্রী ও টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।

উপজেলার ঝড়েপড়া, শিশুশ্রম রোধ ও বিদ্যালয়মুখী করার লক্ষ্যে ৮৪ শিশুর পরিবারের সদস্যকে প্রথমে  আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই পরিবারগুলোর সদস্যকে আনুষ্ঠানিকভাবে কারিগরি সামগ্রী ও টাকা বিতরণ করা হয়। এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এছাড়া প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার সাগর ডি কস্তা, প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, জন কেনেডি ক্রুজ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth