রংপুরে বিএনপি-জামায়াত দুই দলই আশাবাদী প্রচারণায় নেই জাতীয় পার্টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ
নিজস্ব প্রতিবেদক:
সরকার কতৃক প্রতিশ্রুতি ও প্রস্তুতি থাকা সত্বেয় শঙ্কার মধ্য দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ দলগুলোন। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর প্রাথমিকভাবে নাম ঘোষণা করেছে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিপরীতে বিএনপির তাদের মনোনয়ন প্রত্যাশি একাধিক হলেও দল থেকে প্রার্থীর কোন সিদ্ধান্ত হয়নি। তারপরও মাঠ কাপিয়ে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। সকলেই আশাবাদী মনোনয়ন নিয়ে। সারা দেশের ন্যায় রংপুরের ৬টি সংসদীয় আসনে জামায়াতের প্রাথমিকভাবে ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রাথমিকভাবে ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তারা বলছেন নির্বাচনী তফশীল ঘোষনা হলে চুড়ান্তভাবে প্রার্থীর নাম ঘোষনা করা হবে।
জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রাথমিকভাবে প্রার্থীর নাম ঘোষনা করলেও বিএনপির একাধিক প্রার্থী থাকা সত্বেও প্রার্থীর নাম ঘোষনা করা হচ্ছেনা কেন্দ্র থেকে তবে সকলেই নিজের অবস্থান থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
জাতীয় পার্টির দুর্গ হিসেবে ক্ষেত এই রংপুরে চলছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের নেতাদের দৌড়ঝাঁপ। জাতীয় পার্টির সেরকম প্রস্তুতি দেখা না গেলেও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলছেন আমাদের নির্বাচনী সব রকম প্রস্তুতি নেয়া আছে।
রংপুর জেলার ৬টি সংসদীয় আসন ঘুরে জানা যায়, রংপুর আসন নং-১ (গঙ্গাচড়া ও ১-৮ নং ওয়ার্ডের আংশিক সিটি কর্পোরেশন), বিএনপির মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী উপজেলা সভাপতি চাঁদ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন। জামায়াতের একক প্রাথমিক নির্বাচিত প্রার্থী রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা হানিফ খান সজিব ও সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা রয়েছে ব্যারিস্টার মঞ্জুম আলীর।
রংপুর আসন নং-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ), বিএনপির মনোনয়ন প্রত্যাশী আইনজিবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক এড. গোলাম রসুল বকুল, সাবেক এমপি মোহাম্মদ আলী, বদরগঞ্জ সভাপতি প্রফেসর আজিজুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও বদরগঞ্জের সভাপতি সাহেদা বেগম। জামায়াতের একক প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মো. আশরাফ আলী।
রংপুর আসন নং-৩ (রংপুর সদর ও ৯-৩৩ নং ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশন), বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগরের আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন-নবী ডন, সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য কাওছার জামান বাবলা, রিটা রহমান ও জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু। এদিকে জামায়াতের একজন প্রাথমিকভাবে মনোনিত প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল। ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মুহাম্মদ আমিরুজ্জামান পিয়াল।
রংপুর আসন নং-৪ (কাউনিয়া ও পীরগাছা), বিএনপির মনোনয়ন প্রত্যাশী রংপুর জেলার সদস্য ও উপজেলা সভাপতি ইমদাদুল হক ভরসা, এছাড়া জেলা যুগ্ন আহবায়ক আফসার আলী ও এমদাদ উদ্দিন। এনসিপি’র প্রার্থী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন। এ ছাড়াও জামায়াতের প্রাথমিকভাবে মনোনিত প্রার্থী রয়েছেন রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রাথমিক মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মাদ জাহিদ হাসান।
রংপুর আসন নং-৫ (মিঠাপুকুর), বিএনপি মনোনয়ন প্রত্যাশী রয়েছেন উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন। জামায়াতের একক মনোনীত প্রার্থী রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক গোলজার হোসেন।
রংপুর আসন-৬ (পীরগঞ্জ), মনোনয়ন প্রত্যাশী রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামির দলীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিনকে মনোনীত করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক বরকতুল্লাহ লতিফকে মনোনীত করেছেন।
জানতে চাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রংপুর জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, মানুষ দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে সাধারন জনগণ, তারা দ্রুত সময়ে নির্বাচন চায়। যেখানেই যাই, মানুষ শুধু দ্রুত ভোটের কথা বলে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। মানুষ ভোট প্রদানের সুযোগ পেলে যারাই প্রতিদ্বন্দ্বী হোক না কেন আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
এ ব্যাপারে জানতে চাইলে রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী বলেন, সারাদেশের মতো রংপুরের ৬টি আসনের মধ্যে ৬টি আসনে আমাদের দল প্রার্থীর নাম ঘোষণা করেছে। এটা দলের প্রাথমিক বাছাই। নির্বাচনের তফশিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম পূণরায় ঘোষণা করা হবে।
রংপুর জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন বলেন, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রংপুরের ৬ টি আসনের জন্য মনোনীত করা হয়েছে। আগামী নির্বাচন ঘিরে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমাদের কথাগুলো মানুষের কাছে তুলে ধরছি। এ বিষয়ে আমরা মানুষের সাড়া পাচ্ছি।
এনসিপি নেত্রী তাকিয়া জাহান চৌধুরী বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো প্রার্থী ঘোষণা দেয়নি। তবে আমি ওই দলের মনোনয়ন প্রত্যাশা করছি। এরইমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল বলেন, রংপুরের ৬টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা করেছে। মানুষ আমাদের যেভাবে গ্রহণ করছে, আমরা আশাবাদী।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা হানিফ খান সজিব বলেন, রংপুরের ৬টি আসনে আমাদের নির্বাচনী জরিপ চলছে, আশা করছি অল্প সময়ের মধ্যে আমরা প্রার্থী দিতে পারবো ও ভালো ফল পাবো।