রংপুরে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশে চাকুরি পেলেন ৪০ জন

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে চাকুরি পেলেন ৪০ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ-জুন কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ মোট ৪০ জন প্রার্থী অপেক্ষমান ০৮ জনের নাম ঘোষণা করেন রংপুর জেলা পুলিশ সুপার এবং টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আবু সাইম। এবারের টিআরসি নিয়োগে (জুন-২০২৫) আবেদন করেছেন ৩৯১৬ জন প্রার্থী , শারিরীক সক্ষমতা যাচাই পীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫২২ জন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭৬ জন, চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৪০ জন, অপেক্ষমান আছে ৮জন। তাদের মধ্যে ১৫জন কৃষক, ০৪জন ড্রাইভার, ০৪জন সরকারী চাকরিজীবি, ০৪জন ক্ষুদ্র ব্যবসায়ী, ০১জন ভ্যানচালক, ০১জন দর্জি, ০২জন কাঠমিস্ত্রি, ০১জন দিনমজুর, ০৩জন রিক্সাচালক, ০২জন গার্মেন্টস কর্মী, ০১জন ইলেকট্রিশিয়ান, ০১জন কুলি ও ০১জন অটোচালকের সন্তান নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়।
ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান । একইসঙ্গে তিনি উত্তীর্ণ প্রার্থীদের প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান ।
জেলা পুলিশ রংপুর শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন করায় উত্তীর্ণ প্রার্থীরা তাদের ব্যক্তিগত অভিমত ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। সেই সাথে জেলা পুলিশ রংপুরের যে সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ এই নিয়োগের সাথে সম্পৃক্ত ছিলেন তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সমাপনী বক্তব্যে নিয়োগ বোর্ডের চেয়ারম্যান পুলিশ সুপার রংপুর বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকরি পেয়েছেন তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব নিয়ে রাষ্ট্রের কল্যাণে অর্পিত দায়িত্ব পালন করার মানসে নিজেকে গড়ে তুলতে হবে শুরু থেকেই। আগামীদিনের সফলতা কামনা করে তিনি সকলকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাপনী ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর, বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), গাইবান্ধা জেলা রুনা লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুর রেঞ্জ, রংপুর, শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, মোঃ সামসুল আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ),রংপুরসহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ব্যক্তিবর্গ।