বদরগঞ্জে ইয়াবাসহ আটক ২

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
বদরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ প্রতাপ চন্দ্র দাস ও লাইকুর রহমান নামের দুজনে কে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত প্রতাপ চন্দ্র দাস ও লাইকুর রহমান পার্বতীপুর রংপুর মহাসড়কের মুকসুদপুর এলাকায় দিয়ে বাস করে রংপুরের যাওয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রকের একটি দল তল্লাশি করেন ১ হাজার পিস ইয়াবা পান। এ সময় ওই দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী দায়ের করা মামলায় দুজন কে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ- সার্কেল মিঠাপুকুর রংপুরের এস এম এলতাস উদ্দিন পরিদর্শক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পার্বতীর থেকে রংপুর গামী আদিসা নামের বাসে করে ইয়াবা নিয়ে আসছে। এমন খবর পেয়ে মোকসেদপুর এলাকার গড়ডাংগি চকমনাই নামক জায়গায় বাস তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়।তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, গতকাল রবিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রকের একটি দল ১ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করে বদরগঞ্জ থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।