পীরগঞ্জে ১২০টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ

পীরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঠকুরগাঁয়ের পীরগঞ্জে ১২০টি পূজা মণ্ডপে জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫০০কেজি চালের অনুদানের ডিও বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে ডিও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, গণঅধিকার পরিষদের জেলা সেক্রেটারি আব্দুল সোবহান, পীরগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এনকে রানা, উপজেলা জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির বাবুল হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রণ্ট আহ্বায়ক রামকৃষ্ণ রায় সহ সকল পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারি,সাংবাদি, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।