১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ফুলছড়িতে মানববন্ধন কর্মসূচি

2 days ago
48


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি- এ শ্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি ও ওয়াইপিএজি’র আয়োজনে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। ফুলছড়ি উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) সমন্বয়কারী শামসুজ্জোহা বাবলু’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের যুগ্ম সমন্বয়ক শেখ ফরিদ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে সহিংসতামুক্ত শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ গড়ার সুযোগ তৈরী হয়েছে। তাই এই দিবসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা ঐক্য ও শান্তির বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে চাই। বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে ও সামাজিক ন্যায়বিচারকে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক দলসমূহের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির কোনো বিকল্প নেই। আজকের যুব সমাজ আগামী দিনের নেতৃত্ব দিবে, তাই যুব সমাজের মধ্যে যদি শান্তি, সম্প্রীতি এবং অহিংস মূল্যবোধের চর্চা তৈরি করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth