ফুলবাড়ীতে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

আঞ্চলিক প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মিদের সঙে জেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা অডিটরিয়াম হলরুমে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবসহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেষ্ঠ্য সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান হাসিব। বিশেষ বক্তা হিসেবে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব ইদ্রিছ আলী, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।