১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

নীলফামারীতে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

1 day ago
29


নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার হাজিরহাট শাখার আয়োজনে অফিস চত্বরে দিনব্যাপী তিন শতাধিক রোগীকে মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগীতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা।

অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়ক আকতারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ব্র্যাক মাইক্রোফাইনান্স (দাবি) রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, বিভাগীয় সমন্বয়ক (মাইক্রোফাইনান্স) আব্দুল মোনায়েম খান, মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. লিমন সরকার বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন,“ব্র্যাকের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আজ যারা এখানে বিনামূল্যে চক্ষু সেবা পাচ্ছেন, তারা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ। এই সেবার মাধ্যমে তাদের চক্ষু চিকিৎসা পাওয়া সহজতর হয়ে উঠলো। সরকারও সকলের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে।”

এসময় ব্র্যাকের কিশোরগঞ্জ উপজেলা এরিয়া ম্যানেজার মো. নওয়াব আলী, হাজিরহাট শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, আরসিএসএস লিড মোছা. শাহানা আক্তার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচি হাজিরহাট শাখার উদ্বোধন করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth