১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

ঘোড়াঘাটে ৩৪টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা, নগত অর্থ প্রদান করেন---ডা. এ জেড এম জাহিদ হোসেন

1 day ago
39


ঘোড়াঘাট, প্রতিনিধিঃ

দরজায় কড়াা নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবকে ঘিরে ঘোড়াঘাট উপজেলায় ৩৪ টি মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপা। একই সঙ্গে দুর্গোৎসবকে পরিপূর্ণ করতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। ঘোড়াঘাটে পূজা মন্ডপে সভাপতি সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরসভাসহ চারটি ইউনিয়নের ৩৪টি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকের হাতে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত উপজেলার সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ব্যক্তিগত ভাবে এই অর্থ প্রদান করেন। এতে উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth