১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

গোবিন্দগঞ্জে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

1 day ago
62


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ডোবা থেকে সুমন হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার সাপমারা ইউনিয়নের পিয়ারাপুর (মাদারপাড়া) গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে  উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামাররের পূর্বপার্শ্বে মাজার সংলগ্ন রামপুরা হিন্দু পাড়া ডোবার পানিতে একটি মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন পরে বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ডোবা থেকে মরহেদটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৈরাগির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সোহানুর রহমান সোহান জানান, মৃত সুমন মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করতো।

এলাকার লোকজন জানায়, সুমন প্রায়ই চোয়ানী মদ খেয়ে দিনের বেলাতেও মাতলামি করতো। সে আজ বিকেলে মদ খেয়ে জ্ঞান হারিয়ে ওই ডোবাতে পড়ে মারা গেছে বলে তাদের ধারণা।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে এবং সুমনের লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth