১৩ আশ্বিন, ১৪৩২ - ২৮ সেপ্টেম্বর, ২০২৫ - 28 September, 2025

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

1 hour ago
13


আঞ্চলিক প্রতিনিধি :  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার তালুক শিমুলবাড়ী ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার আমিনুল ইসলাম ছেলে।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল জানান, শিশু জুনায়েদ হোসেন বাড়ীর উঠানে খেলছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে বাড়ীর পাশে একটি পুকুরে শিশুটি পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়ীর উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে ঐ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। সন্তানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth