১৩ আশ্বিন, ১৪৩২ - ২৮ সেপ্টেম্বর, ২০২৫ - 28 September, 2025

মাদকের মামলায় সাঁওতাল নারীর কারাদণ্ড

1 hour ago
15


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

চোলাই মদ তৈরি ও সংরক্ষণের অভিযোগে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক সাঁওতাল নারীকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন। পুলিশ রোববার (২৮ সেপ্টেম্বর) ওই নারীকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

বিরামপুর থানার উপ-পরিদর্শক এরশাদ আলী জানান, চোলাই মদ তৈরির গোপন সংবাদের ভিত্তিতে তিনি শনিবার বিকেলে উপজেলার ঘোড়াপাথার গ্রামে অভিযান চালান। এসময় ১০ লিটার চোলাই মদসহ মৃত: গণেশ মুর্মুর স্ত্রী আগস্তিনা হেমরমকে (৪২) আটক করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের ওই নারী ঘোড়াপাথার নিজ বাড়িতে চোলাই মদ তৈরি ও সংরক্ষণ করে আসছিলেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দণ্ডপ্রাপ্ত নারীকে রোববার (২৮ সেপ্টেম্বর) দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth