ফুলছড়িতে জামায়াতে ইসলামীর নির্বাচনী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুলছড়ি সিনিয়র আলিম মাদরাসার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা-ফুলছড়ি আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। তিনি নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় জামায়াত সব সময় সংগ্রাম করে আসছে এবং আগামীতেও গণমানুষের পাশে থেকে কাজ করে যাবে।
বৈঠকে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ। ফুলছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আমজাদ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংহত করা এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনই হবে এখনকার মূল কাজ।
তারা সকলকে সংগঠিত হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।