বদরগঞ্জে বিএনপির নেতা আনিছুর রহমান লাকু'র শোকসভা অনুষ্ঠিত

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু'র মৃত্যু হওয়ায় শোক সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুরে মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি কমল লোহানী। বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা বিএনপির সদস্য কাজি খয়রাত হোসেন, রংপুর জেলা বিএনপির সদস্য ফিরোজ আলমসহ জেলা উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
শোকসভা সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রসূল বকুল।