মিঠাপুকুরে স্মার্ট এগ্রো টেকের যাত্রা শুরু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় গড়ে উঠেছে স্মাট এগ্রো টেক নামে একটি প্রতিষ্ঠান। আধুনিক কৃষি সমন্বয়ে গড়ে উঠা এ প্রতিষ্ঠান মানসম্মত সবজি ও ফলের চারা উৎপাদন এবং বিপনন করবে। কৃষিভিত্তিক এ প্রতিষ্ঠানটির জাঁকজমাট পূর্ণ পরিবেশে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার স্মাট এগ্রো টেক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম।
মিঠাপুকুর কৃষি কর্মকর্তা লোকমান হাকিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (শস্য) সাইফুল আলম, অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ) হাবিবুর রহমান ও মাহমুদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মার্ট এগ্রো টেকের ব্যবস্থাপনা পরিচালক তারেকুজ্জামান।
স্মার্ট এগ্রো টেকের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, আমরা মানসম্মত চারা উৎপাদনে অঙ্গীকারবদ্ধ। চার উৎপাদনের পাশাপাশি আগামীতে জৈব সার উৎপাদন করার পরিকল্পনাও রয়েছে। সবগুলো প্রজেক্ট বাস্তবায়ন হলে কমপক্ষে ২০০ জন মানুষের কর্মসংস্থান হওয়ার পাশাপাশি কৃষিতেও আমাদের প্রতিষ্ঠান অবদান রাখবে বলে বিশ্বাস করি। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিতে মানসম্মত চারা উৎপাদনে দেশজুড়ে ইতিমধ্যে মিঠাপুকুরের সুনাম ছড়িয়ে পড়ছে। স্মার্ট কৃষির উন্নয়নে এমন প্রতিষ্ঠান আরও গড়ে তোলা প্রয়োজন। অনলাইনেও কৃষি উপকরণ বিক্রি হচ্ছে। এমনকি কৃষকরা এখন বিভিন্ন সবজি ও ফলের চারা অনলাইনেও ক্রয় করছেন। স্মার্ট এগ্রো টেক স্থানীয় চাহিদা মিটিয়ে দেশজুড়ে মানসম্মত চারা উৎপাদন করে সুনাম অর্জন করবে। স্মার্ট কৃষিতে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।