১ কার্তিক, ১৪৩২ - ১৬ অক্টোবর, ২০২৫ - 16 October, 2025

তারাগঞ্জে সরকারি ওষুধ পাচারের সময় ফার্মাসিস্টসহ দুজন জনতার হাতে আটকের পর থানার হেফাজতে

2 hours ago
20


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জ সরকারি ওষুধ চুরি করে পাচারের সময় ফার্মাসিস্টসহ দুজনকে জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সরকারি ওষুধ পাচারের সময় উপ স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত ফার্মাসিস্ট তানভীর আলম (২৮), ও  ইসমাইল হোসেন ওরফে রাজীব (৩২) নামের একজনকে স্থাণীয় জনতারা আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বিক্রিত ওষুধসহ ওষুধের ব্যাগ জব্দ করে অভিযুক্ত ফার্মাসিস্টসহ দুজনকে থানায় নিয়ে যায় । জানাগেছে, তারাগঞ্জ উপ স্বাস্থ্য কেন্দ্রের দীর্ঘদিন ধরেই অবৈধভাবে সরকারি ওষুধ বিক্রি করে আসছিল উপ স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত ফামাসিস্ট তানভীর আলম। উপ স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ নেয়ার জন্য সাধারন মানুষ এলে তাদের তিনি ওষুধ না দিয়ে ফিরিয়ে দিতেন। এতে করে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। বৃহস্পতিবার দুপুরে তারাগঞ্জ উপ স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত ফার্মাসিস্ট তানভীর আলমের রুম থেকে ইসমাইল হোসেন নামের একজন অপরিচিত লোক বের হলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা ইসমাইল হোসেনের ব্যাগ চেক করে ব্যাগ ভর্তি সরকারি ওষুধ দেখতে পেয়ে ফার্মাসিস্ট ও তাকে উপ স্বাস্থ্য কেন্দ্রে আটক করে রেখে পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। আটক উপ স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত ফার্মাসিস্ট তানভীর রাজশাহী চাপাই নবাবগঞ্জ বেগমপাড়া গ্রামের এরতাজ আলী ছেলে ও ইসলাম ওরফে রাজীব রাজশাহী চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের হোসেনের ছেলে।  তারাগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লার সাথে মোবাইিল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

বিকাল সাড়ে পাঁচটায় তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক হোসেন জানান, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ কি করবেন আটক দুজনের ব্যাপরে তা জানিনা। জব্দকৃত ওষুধের তালিকা করা হচ্ছে। বর্তমানে দুজনেই থানার হেফাজতে রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth