১ কার্তিক, ১৪৩২ - ১৬ অক্টোবর, ২০২৫ - 16 October, 2025

ঘোড়াঘাটে চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

5 hours ago
21


ঘোড়াঘাট, প্রতিনিধিঃ

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঘোড়াঘাট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি চলছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনাজপুরের ঘোড়াঘাটে এমপিওভুক্ত স্কুল–কলেজ ঘুরে খোঁজ নেওয়া হয় এ তথ্য জানা যায়। প্রতিষ্ঠানে খোলা, শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি দেখা যায়। তবে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। শক্ষকরা উপস্থিত হলেও পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা জানান ,এমপিওভুক্ত সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে, যতক্ষণ না সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করছে ন্যায্য দাবি মেনে নিবে না ততক্ষণ পর্যন্ত আমরা আর শ্রেণি কার্যক্রম পরিচালনা করবো না।

মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেয় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার তিন দফা দাবিতে টানা অবস্থান ও কর্মবিরতি পালন করছেন তারা। দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না হওয়ায় গতকাল বুধবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেন তারা। তবে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন আন্দোলনকারীরা। সেখান থেকেই শিক্ষক নেতারা নতুন আল্টিমেটাম দিয়ে বলেন, বুধবার বেলা ১১টার মধ্যে দাবি না মানলে তারা শাহবাগে অবস্থান নেবেন। এরপরও প্রজ্ঞাপন না এলে আমরণ অনশনে বসবেন আন্দোলনকারীরা। এমপিওভুক্ত শিক্ষকরা আগে বছরে ২৫ শতাংশ হারে বছরে দুইটি উৎসব ভাতা পেলেও গত মে মাসে বাড়ানোর পর তারা ও এমপিওভুক্ত কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পেতেন, যা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth