১ কার্তিক, ১৪৩২ - ১৭ অক্টোবর, ২০২৫ - 17 October, 2025

উন্নয়নের ছোঁয়ায় খলেয়ার ২নং ওয়ার্ড

12 hours ago
29


আঃ রহিম, পাগলাপীর:  

রংপুর সদর উপজেলার, ৫নং খলেয়া ইউনিয়ন পরিষদের উন্নয়নের ছোঁয়া ও ২নং

ওয়ার্ড স্বজনপ্রিতি ও দুর্নীতি না থাকায় পাল্টে গেছে উন্নয়নের চিত্র ৷ ২নং ওয়ার্ড উন্নয়নের মান দেখে

খুবেই খুশি ওয়ার্ড বাসী ৷ ২নং ওয়ার্ডে ইউপি সদস্য জনাব মোঃ আব্দুল মাজেদ সাংবাদিককে বলেন আমি

মেম্বার হবার পর থেকে এখন পযর্ন্ত ওয়ার্ড বাসীকে সাথে নিয়ে পথচলছি। ২নং ওয়ার্ডে ইউপি সদস্য আব্দুল

মাজেদ বলেন ইউনিয়ন পরিষদ থেকে যা পাই তা আমার ওয়ার্ডে মাইকিন করে দেয়ে আসতেছি । ইতিমধ্যে ২নং

ওয়ার্ড বাসীকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা , প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিডি ও ভিজিএফ সহ সরকারের

সকল ভাতা করে দিয়ে আসতেছি। ২নং ওয়ার্ডে দীর্ঘ ৩০ বছর পর সরকারী রাস্তা উদ্ধার করে জনগণের জন্য

চলাচলের উপযোগী করছি, ২নং ওয়ার্ডে বেশ কিছু বাড়িতে টিউবয়েল দেওয়া হয়েছে, ঘূর্ণিঝড়ের সময়

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারী ও ব্যক্তিগত সাহায্য দিয়েছি। ২নং ওয়ার্ডে রাস্তায় মাটি ভরাট, ইটের

সলিং ও রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে আসতেছেন ইউপি সদস্য আব্দুল মাজেদ। তিনি সব

সময় খলেয়া ইউনিয়ন ও ২ নং ওয়ার্ডের জনসাধারণের পাশে থেকে তাদের সেবা করে আসতেছেন। ইউপি সদস্য

আব্দুল মাজেদ সাংবাদিককে বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ওয়ার্ডে কোনো ভাতা ও সরকারি

অনুদান দেওয়ার কথা বলে কারো কাছ থেকে এখন পর্যন্ত একটি টাকা গ্রহণ করিনি এবং আমি কাউকে নিতেও

দেইনি, আমি সরাসরি দিয়ে আসতেছি ,তা কোন বিনিময়ে নয়। তিনি সব সময় নিজ ব্যক্তিগত তহবিল থেকে ২নং

ওয়ার্ড সহ ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে আর্থিক সাহায্য ও সহযোগিতা দিয়ে আসতেছেন। আমার ওয়ার্ড

বাসীর সমস্যার কথা শুনে তাৎক্ষণিক দ্রুত সমাধানের ব্যবস্থা নেয়া হচ্ছে। ২নং ওয়ার্ডে কমে গেছে বিভিন্ন

অসামাজিক কার্যকলাপ । ইউপি সদস্য আব্দুল মাজেদ বলেন আমার ওয়ার্ডে বাকি যা কাজ আছে তা আমি শেষ

করার জন্য চেষ্টা করতেছি । ইউপি সদস্য আরো বলেন আমি ২নং ওয়ার্ড বাসীর সুখে, দুখে পাশে থেকে তাদের

সেবা করে যেতে চাই ,তাই আপনারা আমার জন্য ও আমার পরিবারের জন্যও দোয়া করবেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth