গঙ্গাচড়ায় গণঅধিকার পরিষদের কমিটি গঠন

সভাপতি মোত্তালেব, সম্পাদক সজীব
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় গণঅধিকার পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে রংপুর জেলা গণঅধিকার পরিষদের অফিসিয়াল প্যাডে জেলা সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুষারের স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার মো. আব্দুল মোত্তালেব, সাধারণ সম্পাদক সজীব মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেবলা জান সজীব।
নবগঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল মোত্তালেব বলেন, গণঅধিকার পরিষদের এই দায়িত্ব আমার জন্য গর্বের ও দায়িত্বপূর্ণ একটি সুযোগ। আমরা সংগঠনের প্রত্যেক সদস্যকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করব। গঙ্গাচড়াকে একটি সচেতন ও অধিকারভিত্তিক সমাজে পরিণত করাই আমাদের লক্ষ্য। এসময় তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরকে ধন্যবাদ জানান এবং বলেন, নুরুল হক নূর ভাই আমাদের অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বেই আমরা অধিকার আদায়ের সংগ্রামকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে চাই।
গণঅধিকার পরিষদের রংপুর জেলার সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ বলেন, গঙ্গাচড়া উপজেলার গণঅধিকার পরিষদের নতুন কমিটি গঠনের মাধ্যমে আমরা আশা করি স্থানীয় পর্যায়ে মানুষের অধিকার রক্ষা ও সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। নতুন কমিটি জনসাধারণের কল্যাণে নানা কার্যক্রম চালাবে এবং সকল সদস্যকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানাই।