৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৯ নভেম্বর, ২০২৫ - 19 November, 2025

নীলফামারীতে চার নারী ফুটবলারদের সাইকেল বিতরণ

1 hour ago
8


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জেলা পরিষদের উদ্যোগে আব্দুল ওয়াহাব ফুটবল একাডেমির চারজন নারী ফুটবলারকে বাই-সাইকেল দেয়া হয়েছে। আজ  বুধবার(১৯নভেম্বর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে তাদের বাই-সাইকেল প্রদান করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ে সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে জেলা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রায়হান উদ্দিন, ক্রীড়া সংগঠক আব্দুস সালাম বাবলা উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানে চারটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র যথাক্রমে নীলফামারী ক্রিকেট একাডেমি, নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি, ইলিভেন স্টার ক্রিকেট একাডেমি এবং অরুণ উদয় ক্রিকেট একাডেমিকে ক্রিকেট সামগ্রী, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও একটি সংগঠনের মাঝে সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth