৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৯ নভেম্বর, ২০২৫ - 19 November, 2025

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের দাবীতে গঙ্গাচড়ায় মানববন্ধন

2 hours ago
76


নিজস্ব প্রতিবেদক:

দশম গ্রেড বাস্তবায়নে বিলম্ব হলে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১১ টায় গঙ্গাচড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

বক্তারা বলেন, গত তিন দশকের বেশি সময় ধরে টেকনোলজিস্টরা ন্যায্য গ্রেড পাওয়ার জন্য আন্দোলন করে আসছেন। করোনা মহামারি, ডেঙ্গু বা নিপাহ ভাইরাসসহ বিভিন্ন সংকটে জনগণের জীবন রক্ষায় তাঁরা সামনের সারির কর্মী হিসেবে কাজ করলেও এখনো ১০ম গ্রেড না পাওয়া অত্যন্ত দুঃখজনক।

এই অবস্থাকে সুস্পষ্ট বৈষম্য অভিহিত করে তারা বলেন, একই যোগ্যতাসম্পন্ন অন্যান্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা ১০ম গ্রেড পেলেও স্বাস্থ্যসেবার অন্যতম মূল ভরসা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বছরের পর বছর এই সুবিধা থেকে বঞ্চিত।

মানববন্ধনে বক্তব্য রাখেন গঙ্গাচড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল টেকনোলজিষ্ট মাহবুবুর রহমান সোহেল, মেডিকেল টেকনোলজিষ্ট  রেডিওগ্রাফি মেহেরুন নেসা রুমা, ফার্মাসিস্ট আবু সাঈদ, মেডিকেল টেকনোলজিষ্ট ল্যাব  মনিরুজ্জামান সহ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth