৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ২০ নভেম্বর, ২০২৫ - 20 November, 2025

বেরোবিতে সমাবর্তন ও ব্রাকসু নির্বাচন ঘিরে শীতকালীন ছুটি পুনর্নির্ধারণ

3 hours ago
23


বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রথম সমাবর্তন ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনের সময়সূচি ঘিরে শীতকালীন ছুটি পুনর্নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৯ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন এবং ২৯ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে ব্রাকসু ও হল সংসদগুলোর প্রথম নির্বাচন।

বুধবার (১৯ নভেম্বর) প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৫তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য শীতকালীন ছুটির নতুন সময়সূচি ঘোষণা করেন।

উপাচার্য জানান, পূর্ব নির্ধারিত ছুটির পরিবর্তনে ডিসেম্বর মাসে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম আগের মতোই চলবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শীতকালীন ছুটি ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এর মধ্যে ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে।

প্রথম সমাবর্তনের বিষয়ে উপাচার্য বলেন, এতে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনের বক্তা হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ব্রাকসু নির্বাচন সম্পর্কে উপাচার্য বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth