পীরগাছায় আব্দুল কুদ্দুছ পাবলিক স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় আব্দুল কুদ্দুছ পাবলিক স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের ভূমি অফিসের সামনে প্রতিষ্ঠানটিতে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রংপুর-৪ আসনের বিএনপির এমপি প্রার্থী আলহাজ¦ এমদাদুল হক ভরসা।
অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মজনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেজ, পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোর্শেদা বেগম, বাংলাদেশ পাবলিক স্কুল সোসাইটির শিক্ষা সচিব মশিউর রহমান শুভ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বাংলাদেশ পাবলিক স্কুল সোসাইটির সভাপতি খুরশিদ কবির বাবুল, দামুর চাকলা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অভিভাবক মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মোছা: মোরশেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট, অর্থ ও সনদ প্রদান এবং সর্বোচ্চ উপস্থিত থাকা শিক্ষার্থী ও শিক্ষককে পুরষ্কার প্রদান করা হয়।