১০ অগ্রহায়ণ, ১৪৩২ - ২৫ নভেম্বর, ২০২৫ - 25 November, 2025

নাগরিক প্লাটফর্মের অধিকার ও প্রাপ্যতা বিষয়ক ২ ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

7 hours ago
10


কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে গত রোববার ও সোমবার কেশবা ফাজিল মাদ্রাসা হল রুমে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা - ফেসিং প্রকল্পের আওতায়  নাগরিক প্লাটফর্মের অধিকার  ও প্রাপ্যতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক রেজাউল আলম স্বপন। প্রশিক্ষণ প্রদান করেন‘জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং’ প্রকল্পের জেলা সমন্বয়কারী মুজিবার রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আক্তার,আরো উপস্থিত ছিলেন, উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের যুগ্ন আহবায়ক রোকসানা আফরোজ সাথী, সদস্য শারমিন রিমা, রেহানা বেগম, রূপালী বেগম, রোসনা বেগম, জামিয়ার রহমান, কবির হোসেন, মোরসালিনা আক্তার, লাইলি কাদের, গোলাম মাওলা ও রতন প্রমুখ। এতে নাগরিক প্লাটফর্মের ১৫জন অংশ গ্রহণ করেন।

প্রসঙ্গত নাগরিকতা, কারিগরী সহযোগিতায়, ডেমোক্রেসি ওয়ার্চ কানাডিয়ান হাই কমিশন এবং সুইজারর‌্যান্ড দুতাবাস’র আর্থিক সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth