২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

জলঢাকায় জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

1 week ago
65


জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রানী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। সভাপতিত্ব করেন উপজেলা (ভারপ্রাপ্ত) প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান। এর আগে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হন।  এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, খামারী মুছা ইব্রাহিম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাত কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ। উন্নত জাতের গরু, মহিষ, ছাগল ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি করে গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

প্রদর্শনীতে বিভিন্ন জাতের গবাদিপশু, পোলট্রি, ডেইরি পণ্য, পশুখাদ্য, ভ্যাকসিন, আধুনিক খামার ব্যবস্থাপনা কৌশল এবং রোগ প্রতিরোধ কার্যক্রমসহ নানা বিষয় তুলে ধরা হয়। প্রতিটি স্টলে উদ্যোক্তারা তাদের পণ্য ও প্রযুক্তি সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত ধারণা দেন।

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন এলাকার খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মেলাটি প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠান বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পাশাপাশি সহযোগিতা করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth