২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে সতী নদীতে যুবদলের ভাসমান সেতু

1 week ago
70


আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট:

লালমনিরহাটের সতী নদীর ওপর  যুবদলের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে নির্মিত ভাসমান সেতু স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করে যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করায় এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী।

জেলা সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরাম এলাকায়  শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে  সেতুটির উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সদর উপজেলার রাজপুর ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করেছে সতী নদী। ব্রিজ না থাকায় দীর্ঘদিন ধরে ডিঙি নৌকায় পারাপার হতে হতো স্থানীয়দের। ইউনিয়ন পরিষদ (ইউপি), শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় স্থানে যেতে চার-পাঁচ কিলোমিটার ঘুরতে হতো চারটি গ্রামের বাসিন্দাদের। কৃষি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসায়িক কার্যক্রমে দুর্ভোগ ছিল নিত্যসঙ্গী।

এই দীর্ঘদিনের সমস্যা লাঘবে জেলা যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ভাসমান সেতু নির্মাণের উদ্যোগ নেন। তিস্তা নদীর পানির ওঠা-নামার সঙ্গে সতী নদীর পানি ওঠা-নামা করায় বাঁশ বা কাঠের স্থায়ী সেতু নির্মাণ সম্ভব হয়নি। তাই ড্রাম, বাঁশ ও কাঠ ব্যবহার করে ৮০ মিটার দীর্ঘ ভাসমান সেতু নির্মাণ করা হয়। সেতুটি এখন যোগাযোগের পাশাপাশি পর্যটকদেরও দৃষ্টি কাড়ছে।

স্থানীয় বাসিন্দা আজগার আলী বলেন, এখন আর ঘুরে যেতে হয় না। ধান-গম-ভুট্টা ঘরে তুলতে আগের মতো কষ্ট করতে হচ্ছে না। যুবদল নিজ উদ্যোগে সেতু বানিয়ে আমাদের বড় উপকার করেছে।

গৃহিণী আনিচা বেগম বলেন, আগে বাচ্চাদের অনেক ঘুরে স্কুলে যেতে হতো। এখন আর সেই কষ্ট নেই। আমরা খুব উপকার পেয়েছি।

রাজপুর ইউনিয়ন যুবদলের সম্পাদক আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজের দাবি করেও কোনো সাড়া পাইনি। তাই আমরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে সেতুটি নির্মাণ করেছি।

লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, তিস্তার পানি বৃদ্ধি–হ্রাসের কারণে ভাসমান সেতুই ছিল একমাত্র কার্যকর সমাধান। এতে দুই পাড়ের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দুলু বলেন, মানুষের কষ্ট কমানো বিএনপির মূল লক্ষ্য। যুবদলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিএনপি ক্ষমতায় এলে এখানে স্থায়ী ব্রিজ নির্মাণ করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth