সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ থানায় সাংবাদিক মনিরুজ্জামান শাহ মনিরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে করা হয়েছে। সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ ২৯ নভেম্বর দুপুর দুইটায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। সাংবাদিক মনিরুজ্জামান শাহ মনির রংপুর স্থানীয় দৈনিক পরিবেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করায় সাংবাদিক মনিরুজ্জামানেরকে হয়রানি করার উদ্দেশ্যে ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে। এটি গণমাধ্যমের প্রতি চরম হুমকি বলেও তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত স্বাধীনতা রক্ষায় সরকার ও প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বদরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য, মাহবুবুর রহমান বিপ্লব দৈনিক আমাদের সময়, এম এ সালাম বিশ্বাস দৈনিক আমার দেশ, আকাশ রহমান দৈনিক যুগের আলো, মনিরুজ্জামান শাহ মনির দৈনিক পরিবেশ, মোস্তাফিজুর রহমান আমাদের প্রতিদিন, আবুজার গিফারী মন্টু মানব বার্তা, আফতাবুজ্জামান তাজ দৈনিক প্রথম খবর, সোহেল রানা দৈনিক দাবানল, ফারুক হোসেন নয়ন দৈনিক আজকের সংবাদ, হোসেন আলী তুফান দৈনিক পূর্ব দিগন্ত সহ সাংবাদিক মনিরুজ্জামান মনিরের পরিবারের লোকজন।
প্রায় ১ ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।