২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

পার্বতীপুরের সাংবাদিক আবদুল কাদির আর নেই

1 week ago
116


রুকুনুজ্জামান, পার্বতীপুর:

পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আবদুল কাদির ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ............. রাজিঊন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিলো ৭৫ বছর। শনিবার (২৯ নভেম্বর) সকাল ০৭ টায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুড়িগ্রাম জেলার চররাজিবপুর উপজেলার কোদালকাঠিচর ইউনিয়নে সে জন্মগ্রহণ করেন। বর্তমানে পার্বতীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড ধুপিপাড়া মহল্লায় স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি ০৪ পুত্র, ০২ কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবদুল কাদির দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার পাশাপাশি ব্রাদার্স লাইব্রেরী ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্বতীপুর শাখার স্বত্বাধিকারী ছিলেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী সাংবাদিক মহল, স্থানীয় প্রশাসন ও গণমানুষের কাছে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিলেন।

তাঁর মৃত্যুতে পার্বতীপুর প্রেসকাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ আছর শহীদ ময়দানে জানাজা শেষে আব্বাস পাড়া কবরস্থানে সমাহিত হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন ১৯৮০ দশকে। সর্বশেষ তিনি দৈনিক কালেরকণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পার্বতীপুর প্রেস কাব দ্বি- বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth