গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় শনিবার সন্ধ্যার পর ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আশরাফুল আলম (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত আশরাফুল আলম রংপুরের পীরগঞ্জ থানায় কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। তার বাড়ি পলাশবাড়ী উপজেলার ভেলকূপা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর একটি অটোরিকশা দ্রুত গতিতে যাচ্ছিল। এসময় অপরদিকে থেকে আসা আশরাফুল আলমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফুল আলমের মরদেহ উদ্ধার করা হয়।