উত্তরের জেলা কুড়িগ্রামে তীব্র ঠান্ডায় জনজীবন বিপযন্ত
কুড়িগ্রাম প্রতিনিধি:
উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে ঠান্ডা ও ঘনকুয়াশায় কারনে কাজে যেতে পারছে খেটা খাওয়া মানুষারা । হেট লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সোমবার কুড়িগ্রামে তাপমাত্রা রেকট করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
ভোর থেকে বইছে হিমেল হাওয়া, বাড়ছে কুয়াশার ঘনত্ব। বিশেষ করে ভোর ও রাতের শেষ ভাগে শীত ও ঠান্ডায় জবুথবু অবস্থায় কাবু হয়ে পরেছে ছিন্নমুল মানুষ।
সোমবার (০১ ডিসেম্বর) রাজারহাট আবহাওয়া অফিস জানায় ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনের রোদ মৃদু উষ্ণতা দিলেও সন্ধ্যা নামার সাথে সাথে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। মধ্যরাতের পর হিমেল হাওয়ার প্রভাব আরও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কুড়িগ্রাম শহরের ধরলার পাড় এলাকার রিকশাচালক আব্দুল বাতেন (৫০) বলেন, সকালে রিকসা নিয়ে বের হলে হাত-পা সিন্টি লাগি আইসে। কি করবো রিকসা নিয়ে না বের হলে সংসার চালানো সমস্যা হইবে। ভাড়া এখনো পাইনি মানুষ নাই এই জন্য বসি আছি।
ভ্যান চালক আমিনুল ইসলাম(৫৫) বলেন, সকালে ভ্যান নিয়ে বের হইছি এখন পযন্ত ভাড়া পাইনাই। এই ভাবে শীত ও ঠান্ডা হইলে বাড়ি থেকে বের হওয়া মুসকিল হইবে।
রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান ‘ সোমবার সকাল ৬ টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠান্ডা আরও বাড়বে।