২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

৮ দলের উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে গঙ্গাচড়ায় মিছিল

6 days ago
107


নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নির্বাচনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে রংপুরের গঙ্গাচড়ায় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয় থেকে মিছিল বের হয়ে গঙ্গাচড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আনিচুর রহমান, সেক্রেটারী ইউনুছ আলীসহ  অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর আগে গণভোট পরে জাতীয় নির্বাচনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আগামী (৩ ডিসেম্বর) বুধবার বেলা ২ টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠের  রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার জন্য দল মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth