প্রতিবেশীর ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত, আশঙ্কাজনক অবস্থায় রমেকে ভর্তি
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় পূর্ববিরোধের জেরে শাহাদাত হোসেন বাচ্চা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন প্রতিবেশী মমিদুল ইসলাম (৩৫)। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শাহাদাত হোসেন আলমবিদিতর ইউনিয়নের পাইকান উঁচাপাড়ার মৃত মইনুল ইসলামের ছেলে। অভিযুক্ত মমিদুল ইসলাম একই গ্রামের তৈয়েব আলীর পুত্র।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের পাইকান উঁচাপাড়া এলাকার জাহেদুল ইসলামের মুদি ও চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির স্ত্রী সুলতানা জাহান সাথী গঙ্গাচড়া থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহারে তিনি উল্লেখ করেন, গত ২ ডিসেম্বর রাতে স্থানীয় মহুবারের দোকানের সামনে মমিদুল ইসলাম ও তার স্ত্রী রোমেনা বেগমের মধ্যে ঝগড়া বাধে। এ সময় উপস্থিত লোকজনের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মমিদুল প্রকাশ্যে শাহাদাতকে জীবননাশের হুমকি দেন।
এর পরদিন বিকেলে শাহাদাত দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মমিদুল ধারালো চাকু হাতে অতর্কিতভাবে তার পিঠের বাম অংশ, বাম বগলের নিচে এবং বাম কাঁধের নিচে একাধিকবার ছুরিকাঘাত করেন। শাহাদাতের চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে মমিদুলকে আটক করে এবং অস্ত্রটি জব্দ করেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত শাহাদাতকে মাইক্রোবাসে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এলাকাবাসী অভিযুক্ত মমিদুল ইসলামকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গঙ্গাচড়া থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াজহিয়াতুল নাঈম জানান, ‘রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, ‘অভিযুক্ত মমিদুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে মামলা গ্রহণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে পাঠানো হবে।’