২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৭ ডিসেম্বর, ২০২৫ - 07 December, 2025

ডিমলায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও হাইব্রীড ধান বীজ উপকরন বিতরণ

2 days ago
30


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: 

২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের আবাদ বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ এবং উফশি ধানের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে ৪ ডিসেম্বর (বৃস্পতিবার) সকালে আসন্ন ইরি বোরো মৌসুমে চাষাবাদের জন্য চলতি অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের আবাদ বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে বিনামূল্যে হাইব্রীড বোরো ধানের বীজ এবং উফশি ধানের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো: রওশন কবির। আরোও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আ ন ম শিবলী সাদিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা , এসএপিপিও, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সুবিধাভোগী কৃষকগন। কৃষি দপ্তর জানায়, চলতি অর্থবছরে ১ হাজার ৯ শত কৃষকদের মাঝে  বোরো ধানের হাইব্রিড ও ৩ শত ৭০ জন কৃষকের মাঝে উফশি ধানের বীজ বিতরণ করা হবে । প্রতি জন কৃষক পাবে ২ কেজি করে বীজ ও সার ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth