১ পৌষ, ১৪৩২ - ১৫ ডিসেম্বর, ২০২৫ - 15 December, 2025

অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু

22 hours ago
25


নীলফামারী প্রতিনিধি:

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের (টিটিসি) উদ্যোগে সেবা সপ্তাহ শুরু হয়েছে।

রবিবার সকালে (১৪ডিসেম্বর) টিটিসি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, টিটিসি অধ্যক্ষ মাসুদ রানা, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এ সময় উপস্থিত ছিলেন।

টিটিসি সুত্র জানায়, ২৭টি ট্রেডে এক হাজার দুই’শ প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ নিচ্ছেন এখানে। জাপানি, চীনা ও কোরিয়ান ভাষাসহ সৌদিগামী তাকামুল টেস্ট করানো হচ্ছে এই টিটিসিতে।

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ’ শ্লোগানে এই সেবা সপ্তাহ শুরু হয়েছে।

নীলফামারী টিটিসি অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাসুদ রানা বলেন, ১৪ডিসেম্বর শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে ২০ডিসেম্বর পর্যন্ত।

১৭ডিসেম্বর সেবা সপ্তাহের অংশ হিসেবে এই প্রাঙ্গণে চাকুরী মেলা অনুষ্ঠিত হবে দিনব্যাপী। বিভিন্ন ফ্যাক্টরীর প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

অধ্যক্ষ বলেন, বিদেশে যেতে হলে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে এবং সরকারী ভাবে যেতে হবে। এরফলে লাভবান হবেন ওই ব্যক্তি এবং দেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেয়া দুই প্রশিক্ষনার্থীকে ১৩হাজার ৫’শ করে ২৭হাজার টাকার উপবৃত্তির চেক প্রদান করেন প্রধান অতিথি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth