তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
তারাগঞ্জে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল (১৬ ডিসেম্বর) স্থানীয় তারাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোনাববর হোসেনের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা একে এম ইফত্তেখারুল ইসলাম, উপজেলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহামুদুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন প্রমুখ।