কুড়িগ্রামে বিজয়ের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ অর্পন
কুড়িগ্রাম প্রতিনধি:
কুড়িগ্রামে সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার বিজয় স্তম্ভ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করে বিজয়স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসনে পক্ষে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, এনসিপি, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে সকাল ৯ টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।