২ পৌষ, ১৪৩২ - ১৬ ডিসেম্বর, ২০২৫ - 16 December, 2025

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানালেন পুলিশ সুপার রংপুর

7 hours ago
35


নিজস্ব প্রতিবেদক:

আজ ১৬ই ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের ৫৪ তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৫। এই দিবস স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরব-স্নাত সূচনা লগ্ন এবং অকুতোভয় বাংলাদেশীদের জন্য এক অবিস্মরণীয় দিন। জেলা পুলিশ, রংপুর কর্তৃক মহান বিজয় দিবস ২০২৫ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। রংপুরে ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।

মহান বিজয় দিবসের এই মহেন্দ্রক্ষণে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে রংপুর জেলা শহরের  মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়।

এছাড়া পুলিশ সুপার মহোদয় রংপুর পুলিশ লাইনে‌ অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এরপর সকাল ০৯.০০ ঘটিকায় রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করে, বেলুনে ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করে পুলিশ সুপার মহোদয় মহান বিজয় দিবস উদযাপন করেন।

 সকাল ১১. ৩০ ঘটিকায় পুলিশ সুপার, রংপুর মহোদয় জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন, রংপুরের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় অনুষ্ঠানসমূহে উপস্থিত থেকে বিজয় দিবস মহিমান্বিত করেছেন  জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর; জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; জনাব মোঃ মজিদ আলী বিপিএম, পুলিশ কমিশনার আরপিএমপি, রংপুর, জনাব মোহাম্মদ এনামুল আহসান, জেলা প্রশাসক, রংপুর।

জেলা পুলিশ রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর, জনাব রাধেশ সেন, সহকারী পলিশ সুপার (এসএএফ), রংপুরসহ জেলা পুলিশের  বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ। এছাড়া সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth