ঘোড়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে শহীদদের স্মরণ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঘোড়াঘাট প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঘোড়াঘাট প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় এবং সভাপতি এম. এ. গাফ্ফার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া শিশু-কিশোর পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৩ নং সিংড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম সান্ত, উপজেলা জিয়া শিশু-কিশোর পরিষদের সভাপতি ও সাংবাদিক একরামুল হক, ঘোড়াঘাট থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (১২৮৯)-এর সভাপতি মাহফুজার রহমান এবং বুলাকীপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রুবেল মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ । ঘোড়াঘাট প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেড এম জাহিদ হোসেন মাতার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া কামনা করেন করেন। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন, মোঃ আসাদুজ্জামন শামিম হোসেন।