৪ পৌষ, ১৪৩২ - ১৯ ডিসেম্বর, ২০২৫ - 19 December, 2025

পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে- আল মামুন

11 hours ago
19


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় গুলি চালানোর প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে মশাল মিছিলটি গঙ্গাচড়া সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রংপুর জেলা আহ্বায়ক এবং রংপুর–১ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল মামুন বলেন,

হাদিকে গুলি করার মধ্য দিয়ে গোটা জুলাই যোদ্ধাদের গুলি করা হয়েছে। সারা বাংলাদেশে হাদি একজন নন। জুলাই গণঅভ্যুত্থানে যারা রাজপথে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে-প্রত্যেকেই একেকজন হাদি। তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। যারা স্বাধীনতার পক্ষে কথা বলছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে—তাদের কণ্ঠ রোধ করতেই এসব হামলা। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী রিফাত চৌধুরী, রংপুর জেলা নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব আব্দুল বারী, উপজেলার যুগ্ম সমন্বয়কারী শাহীনুর রহমান, জাহানুর রহমান, তৈয়ব আলী, জীবন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী রিফাত চৌধুরী বলেন, ‘হাদির ওপর হামলার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth