৪ পৌষ, ১৪৩২ - ১৯ ডিসেম্বর, ২০২৫ - 19 December, 2025

গঙ্গাচড়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

11 hours ago
133


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার গঙ্গাচড়া শিশু নিকেতনে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৫২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষা সচিব খায়রুল ইসলাম ও নির্বাহী সদস্য এনামুল হক।

পীরের হাট কিন্ডারগার্টেন এর পরিচালক ও কেন্দ্র সচিব সুধীর চন্দ্র বর্মন জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পাঠ্যপুস্তকভিত্তিক দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে

পরীক্ষা নেয়া হয়।

গঙ্গাচড়া শিশু নিকেতন এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক মোস্তফা বলেন, ফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে।

পরীক্ষায় অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। শান্ত পরিবেশে পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth