পাটগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
পাটগ্রাম(লালমনিরহাট) প্রতিনিধিঃ
"দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ " এই স্লোগানে
লালমনিরহাটের পাটগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তারের সভাপতিত্বে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার হাবিবুর রহমান মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নাসিম উল আক্তার, প্রেসক্লাব পাটগ্রামের সভাপতি ইফতেখার আহমেদ, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, প্রেসক্লাব পাটগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম সাফি, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় এসময় বক্তারা বিদেশে যাওয়ার আগে দক্ষতা অর্জন করে সঠিক নিয়মে বিদেশে কর্মে যোগদান ও রেমিট্যান্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধি করার পাশাপাশি দালাল সিন্ডিকেটের কবলে পড়ে যেন কেউ হয়রানির শিকার না হয় সেই বিষয়ে গুরুত্বারোপ করেন।