৪ পৌষ, ১৪৩২ - ১৯ ডিসেম্বর, ২০২৫ - 19 December, 2025

সোনালী ব্যাংক” সোনাহাট স্থলবন্দর শাখার এটিএম ও সিআরএম বুথ সেবার উদ্বোধন

10 hours ago
87


ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

সোনালী ব্যাংক পিএলসি সোনাহাট স্থলবন্দর শাখার এটিএম ও সিআরএম বুথ সেবার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অত্র শাখার এটিএম ও সিআরএম বুথ সেবার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আমিনুল ইসলাম- জিএম,সোনালী ব্যাংক পিএলসি,জেনারেল ম্যানেজার’স রংপুর অফিস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ হেলালী- ডেপুটি জেনারেল ম্যানেজার’ সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল কুড়িগ্রাম অফিস, আবুল কালাম মোহাম্মদ হোসেন-সাবেক প্রিন্সিপাল অফিসার,ভূরুঙ্গামারী। পরে আলোচনা সভায় মিজানুর রহমান - (ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসি, সোনাহাট স্থলবন্দর শাখার) সভাপতিত্বে

বক্তব্য রাখেন, বাবুল আক্তার -অধ্যক্ষ সোনাহাট ডিগ্রী মহাবিদ্যালয়, আমিনুল হক - স্থল বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক, মশিউর রহমান- ম্যানেজার ইসলামী ব্যাংক , সোনাহাট স্থলবন্দর শাখা,শাহজাহান আলী মোল্লা - সাবেক ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী- আবুল হোসেন ব্যাপারী, জালাল উদ্দিন, ছাইফুর রহমান প্রমুখ। উল্লেখ্য, এ এটিএম ও সিআরএম বুধ সেবার মাধ্যমে অত্র ব্যাংকের গ্রাহকেরা দিবা- রাত্রিকালীন সময়ে নগদ জমা ও উত্তোলন করতে পারবেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth