এবার নির্বাচনে সকল দপ্তরের কর্মকর্তাকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে - রংপুর জেলা প্রশাসক
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলা প্রশাসক এনামুল আহসান বলেছেন, এবার জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নিশ্চিত করতে দায়িত্ব প্রাপ্ত সকল দপ্তরের কর্মকর্তাকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর কাউনিয়া উপজেলা পরিষদ হররুমে আয়োজিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক এনামুল আহসান বলেন, ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। আমি জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং একই সাথে এই নির্বাচনের রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। উপজেলা নির্বাহী অফিসার সহকারী রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন। ইতিমদ্যে আমাদের নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এবার নির্বাচনে আপনারা ঈমানের সাথে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করবেন। এবার নির্বাচনটি হবে সেটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন। অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় আমাদের যা যা করণীয় আমরা সবকিছুই করব। আল্লাহ পাক আমাদের অবশ্যই সহায় হবে। যত সুন্দরভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম কিন্তু চলমান রয়ছে। আমি নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করা জন্যেও অনুরোধ করছি।
জেলা প্রশাসক আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাউনিয়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন সমস্যা, নাগরিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ, যোগাযোগ ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম আল মামুন, কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।