৪ পৌষ, ১৪৩২ - ১৯ ডিসেম্বর, ২০২৫ - 19 December, 2025

উপার্জনের একমাত্র সম্বল অটো রিকশা হারিয়ে দিশেহারা বৃদ্ধ দুলাল মন্ডল

9 hours ago
26


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

গরু ও ছাগল বিক্রি করে করে কিস্তিতে অটো রিকশা কিনেছিলেন নীলফামারি কিশোরগঞ্জ উপজেলা সদরের ৭০ বছরের বৃদ্ধ দুলাল মন্ডল রায়। সেই অটো রিকশার চাকা ঘুরিয়ে চলতো বৃদ্ধ দুলাল মন্ডলের স্ত্রী দুই সন্তানসহ ৪ জনের জীবন-জীবিকা। কিন্তু রোগী ছদ্মবেশে একটি প্রতারক চক্র আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়। অটোটি হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধ দুলাল মন্ডল। দুলাল মন্ডল রায় জানায়, সকাল ১১ টা দিকে বাড়ি থেকে অটো রিকশাটি নিয়ে কিশোরগঞ্জ তেল পাম্পের সামনে আসলে দুইজন পুরুষ মুখে মাকসপড়া ও একজন মহিলা বোরকা পরিহিত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসবেন বলে ৪০০ টাকা দিয়ে ভাড়া করেন। সেই অনুযায়ী দুপুর ১১ টা ৪৫ মিনিটে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর মহিলাটি অটোর মধ্যেই বসে থাকেন এবং প্রতারক চক্রের দুইজন হাসপাতালের উপড়ে উঠেন অটোচালকে সাথে নিয়ে। পরে তাদের মধ্যে একজন মহিলাকে নিতে এসে অটো নিয়ে চলে যায়। কয়েক মিনিট পর অপর প্রতারক অটো চালক দুলাল মন্ডলকে তাদের নিয়ে আসার কথা বলে নিয়ে পাঠিয়ে দিয়ে দিলে বৃদ্ধা দুলাল মন্ডল এসে দেখতে পান তার অটো রিকশাটি নেই। এরপর হাউমাউ করে কেঁদে উঠেন বৃদ্ধা দুলাল মন্ডল। এসময় তিনি হাসপাতালের চত্বরে এক সময় জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষন পর ওই বৃদ্ধের জ্ঞান ফেরে এলে কাঁদতে শুরু করেন। এসময় তিনি বলেন, এখন মুই ক্যামন করি বউ ছাওয়াক কামাই করি খোয়াইম, কিস্তি ক্যামন কির দেইম। ও ভগবান তুই মোক কিসের শাস্তি দিলু। মোক মারি ফ্যালালু হ্যায় তায় মোর ভালো আছলো। বৃদ্ধ কান্নার এক সময় বলেন, তার দুই মেয়ে দুই ছেলে। বড় ছেলে বিয়ে করেছে। ঢাকায় গিয়ে রিকশা চালিয়ে তার পরিবারের দেখাশোনা করেন। তার বড় মেয়ের বিয়ে দিয়েছেন। বর্তমানে বৃদ্ধ স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে অটো চালিয়ে দু মুঠো খাবার দিতেন। হাসপাতালের সিসিটিভি ক্যামরার ফুটেজে দেখা যায় অটো ভাড়া করে নিয়ে আসা প্রতারক চক্রটি অটো রিকশাটি নিয়ে গেছে। তারাগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহ বলেন, হাসপাতাল চত্বরে কতজনেই চিকিৎসা সেবা ওষুধ নিতে আসেন। নিজের দায়িত্বে যানবাহন না রাখলে আমার কি করার আছে বলেন। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, অটো চালক দুলাল মন্ডলের বাড়ি পার্শ্ববতি কিশোরগঞ্জ উপজেলায়। ওই বৃদ্ধকে প্রতারক চক্র কৌশলে ভাড়ায় নিয়ে এসে অটো নিয়ে গেছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth