দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ
নিজস্ব প্রতিবেদক:
"দক্ষতা নিয়ে যাবো বিদেশ রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় রংপুরের পীরগাছা উপজেলা প্রশাসন এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর টিটিসির সিনিয়র ইন্সট্রাক্টর কমল কান্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল কুদ্দুস সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) প্রকৌশলী আলতাফ হোসেন, সমাজসেবা অফিসার এনামুল হক। এছাড়াও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম (প্রত্যাশা-২) এরিয়া অফিস, পীরগাছা রংপুরের প্রোগ্রাম অর্গানাইজার ফারজানা ইয়াসমিন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক, ব্র্যাকের এনজিও কর্মী এবং বিদেশগামী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা "দক্ষতা নিয়ে যাবো বিদেশ রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ" এমন স্লোগান সম্বলিত টি-শার্ট পরিধান করাসহ ‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এবং ‘প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ সম্বলিত ব্যানার ও প্লাকার্ড বহন করেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, পরিকল্পিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রবাসে যাওয়ার আগে প্রত্যেককে অবশ্যই নির্দিষ্ট কাজভিত্তিক প্রশিক্ষণ ও বাস্তব দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে অনেক সময় প্রতারণার শিকার হতে হয় এবং কাঙ্ক্ষিত কর্মসংস্থান পাওয়া যায় না। তিনি বিদেশগামীদের সরকারি অনুমোদিত ও বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে প্রবাসে যাওয়ার আহ্বান জানান এবং দালালচক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।
আলোচনা সভার বিশেষ অতিথি, রংপুর টিটিসির সিনিয়র ইন্সট্রাক্টর কমল কান্তি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় প্রবাসীদের সহায়তায় ঋণসহ বিভিন্ন সহযোগিতা কার্যক্রম পরিচালনার জন্য এনজিওগুলোর ভূমিকার প্রশংসা করে সংশ্লিষ্ট কর্মীদের ধন্যবাদ জানান তিনি।
আলোচনা সভা ও র্যালীতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমবায় অফিসার শারমিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, আইসিটি আফসানা, জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীরসহ অনেকেই।