নীলফামারীতে অভিবাসী ও প্রবাসী দিবস পালন,জাপানগামীদের জন্য প্রবাসী ব্যাংকের বিশেষ ঋণ
নীলফামারী প্রতিনিধি:
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ’ রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ শ্লোগানে নীলফামারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন, টিটিসি, ডিইএমও, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক নীলফামারীর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে (১৮ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী টিটিসি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
বক্তব্য দেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক নুরজাহান খাতুন, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপাতি ইয়াসিন মোহাম্মদ সিথুন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন ও অভিবাসন প্রত্যাশী আল আমিন ইসলাম।
সভায় দক্ষ হয়ে এবং সরকারী ভাবে বিদেশ গমনে সচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়। এছাড়া লোভ সংবরণ করে এবং দালালদের খপ্পড়ে না পড়ার আহবান জানানো হয়।
নীলফামারী টিটিসি অধ্যক্ষ মাসুদ রানা বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে নীলফামারী টিটিসি সম্ভাবনায় একটি প্রতিষ্ঠান। শুধু প্রশিক্ষণ নয় বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং বিদেশে যাওয়ার পরও কি কি প্রয়োজন হতে পারে সেগুলো বিষয়ে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। বলেন, এখানে একটি প্রবাসী কল্যাণ ডেক্স রয়েছে।
প্রবাসী কল্যাণ ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক নুরজাহান খাতুন বলেন, এ পর্যন্ত নীলফামারী শাখার থেকে বিদেশগামী এক হাজার ৪৫০জনকে ৩৭কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে।
তিনি বলেন, ভাষা শেখার জন্য জাপানগামীদের রয়েছে বিশেষ ঋণ ব্যবস্থা। ৩লাখ থেকে সবোর্চ্চ ১০লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বাংলাদেশের উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান অনেক। আমরা তাদের সম্মান জানাই। সরকার তাদের নানাভাবে সম্মানিত করেছে।
তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে হবে। দালালদের খপ্পড়ে পড়া যাবে না। সরকারী প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখান থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে বিদেশ যেতে হবে।