৫ পৌষ, ১৪৩২ - ২০ ডিসেম্বর, ২০২৫ - 20 December, 2025

নীলফামারীতে নিষিদ্ধ আ'লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

1 day ago
46


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭ জন নেতাকর্মী ও সমর্থক গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: ইটাখোলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া (২৭) পুটিমারী ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল মন্নাফ (৩১) সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সমর্থক জাহানুর আলম (৩৬) সৈয়দপুর স্বেচ্ছাসেবকলীগ সদস্য এনামুল হক (৬০) শিমুলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনোয়ার হোসেন লিটন (৪২) পাঙ্গামটুকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি অমিত হসান সাকু (৩৯) বালাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ কাউন্সিলর আনারুল ইসলাম (৫৫) নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা ও বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত দুই দিনে জেলার আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন:চড়াইখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আজগর আলী (৬৫)

বোতলাগাড়ী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোঃ গোলজার হোসেন (৪৬) গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয় সম্পাদক এন্তাজুল হক (৬০) খগাখড়িবাড়ি ইউনিয়নের সহসভাপতি আলাউদ্দিন ওরফে উদ্দিন (৪৫)

জেলা পুলিশ জানিয়েছে, এসব গ্রেফতারের মাধ্যমে জেলা পুলিশের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth