৪ পৌষ, ১৪৩২ - ১৯ ডিসেম্বর, ২০২৫ - 19 December, 2025

পীরগঞ্জে ৫ ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

9 hours ago
38


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগঞ্জে ৫ ফার্মেসিসহ ৬ প্রতিষ্ঠানে ঔষধ প্রশাসন অভিযানে চালিয়ে  জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  ভেজাল খাদ্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

 বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাদারগঞ্জে ঔষধ প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার  তানভীর আহমেদ ও রংপুরের ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক ডলিম চন্দ্র দাস।

জরিমানা কৃত ফার্মেসি গুলো হলো,মেসার্স মিতা ফার্মেসি, শাহ্ জালাল হোমিও হল, এন আর মেডিকেল স্টোর, মেসার্স শামিম ভেটেরিনারীসহ একটি হোটেল অভিযান করা হয়।

অভিযানে ৫ টি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষন নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া ঔষধ বিক্রি এবং নির্ধারিত বিধিমালা লঙ্ঘন অপর একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ করায় ভোক্তা অধিকার ও ঔষধ এবং কসমেটিকস আইন অনুযায়ী ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে মোট ১৭ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ জব্দ করা হয়।

ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে কেউ আইন লঙ্ঘন করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় ফার্মেসি মালিকদের বৈধ কাগজপত্র সংরক্ষণ, নিবন্ধিত ফার্মাসিস্টের মাধ্যমে ঔষধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়। স্থানীয়রা ঔষধ প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth